Shebaru

ঘরে বসে মোবাইলে আয় এর উপায়গুলো

ঘরে বসে মোবাইলে আয়

ঘরে বসে মোবাইলে আয় এর উপায়গুলো

আজকের বর্তমান বিশ্বে প্রায় ৯০ ভাগ মানুষের মোবাইল ফোন আছে। আর প্রায় প্রত্যেকেই মোটামুটি ইন্টারনেট ব্যবহার বিধি
জানে। কিন্তু তারা অনেকেই জানে না ঘরে বসে মোবাইলে আয় সম্ভব। যদি কিছুটা ব্যবহারিক জ্ঞাণ বা আগ্রহ থাকে তবে যে
কেউ পারবে মোবাইল দিয়ে রোজগার করতে। আমাদের আজকের আর্টিকেল তাদের জন্য যারা জানেই না ঘরে বসে মোবাইলে
আয় কতটা সোজা। চলুন আমরা একে একে জানি এর সব খুঁটিনাটি বিষয়।

মোবাইলে আয় কিভাবে সম্ভব?

আয় করার মাধ্যম জানলে যে কোন ভাবেই আয় সম্ভব। শুধু দরকার উৎসাহ আর উদ্দীপনা। আর আপনার কাজের দক্ষতা পারেই,
আয়ের পথের পথিক হতে। মোবাইলে আয় তার মধ্যে একটি সহজ উপায়। কারন অল্প খরচে, আয়ের এর থেকে ভালো কোন উপায়
নাই। আর ঘরে বসে মোবাইল দিয়ে আয়ের এই রাস্তা দিয়ে স্বাবলম্বী হতে পারেন আপনি নিজেইও। এর জন্য আছে নানা এপ্স,
আর আছে ওয়েবসাইট। যা দিয়ে আয় করতে পারেন, যেকোন সময়।

কি কি লাগবে বাসায় মোবাইলে আয় করার জন্য?

অল্প খরচে সামান্য কিছু জিনিস দিয়েই আজই শুরু করুন রোজগার। আর তার জন্য লাগবেঃ

  • মোবাইল ফোন বা স্মার্টফোন
  • ইন্টারনেট কানেকশন
  • ব্যাংক একাউন্ট বা ডিজিটাল ওয়ালেট
  • সময় ২ থেকে ৩ ঘন্টা

মোবাইলে রোজগার কি দিয়ে শুরু করা যায়?

প্রাথমিকভাবে শুনেই সবাই খুব খুশি হয় আয়ের এই সহজ মাধ্যম নিয়ে। আমাদের দেশের মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
তাদেরকে আরও বেশি আত্মনির্ভরশীল করে তুলবে। আর যারা অকারনে প্রায় সবাই যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা প্রত্যেকেই
কিছু সময় ব্যয়ে নিজেকে গড়ে তুলতে পারেন সামনের দিনের জন্য। আর আজ আমরা ৭ টি উপায় আপনাদের জানাব। যা শুধু
স্মার্টফোন এর ব্যবহারে আপনি টাকা রোজগার করতে পারবেন।

  • ব্লগিং লিখে আয়
  • ইউটিউব এ ভিডিও দিয়ে আয়
  • ক্যাপচা টাইপিং করে আয়
  • ওয়াইসেন্স (ysense) থেকে আয়
  • ফাইভারের আয়
  • কন্টেন্ট ও সোশ্যাল মিডিয়া থেকে আয়
  • এপ্স থেকে আয়

১. ব্লগিং লিখে আয়

আমাদের অনেকেরই লিখালিখির অভ্যাস আছে। আর তা দিয়ে ব্লগ লিখে খুব অল্পতেই আয় সম্ভব। প্রথমেই যদি ব্লগ সম্পর্কে ধারণা
থাকে তবে ফ্রি ব্লগ সাইট তৈরি করুন। আর তাতে লিখালিখি শুরু করুন এক্ষুনি। তবে এর জন্য কিছুটা ধৈর্য লাগবে। কারন
শুরুতেই আপনাকে সময় দিতে হবে। তবে তার সাথে পাবেন পেইড রিভিউ, এফিলিয়েট মার্কেটিং ও গুগল এডসেন্স এর
সুবিধা। আর এইগুলো থেকে আয় করা যায়।

২. ইউটিউব এ ভিডিও দিয়ে আয়

ভিডিও দেখে না এমন মানুষ পাওয়া যাবে না। কোন না কোন কাজে সবাই আজকাল ইউটিউবে ভিডিও দেখে। আর তাই মোবাইল
দিয়ে আপনিও খুলে নিতে পারেন যে কোন চ্যানেল, যা নিয়ে আপনি মজার বা শিক্ষনীয় ক্লিপ তৈরি করতে পারেন। সাধারনত এক
হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম হলে ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করতে পারবেন। আর
তার থেকেই টাকা ইনকাম করা আবে।

. ক্যাপচা টাইপিং করে আয়

এটি ওয়েবসাইট ভিত্তিক কাজ। এখানে আপনি Captcha Typing লিখে সার্চ দিলে লিংক পাবেন। আর তাতে একাউন্ট করে নিতে
পারবেন ফ্রিতে। তারপর তারা একটি ছোট অনলাইন পরীক্ষা নেয় তা দিয়ে, সেই মুহুর্তেই আয় করা আবে। প্রতি ১,০০০ ক্যাপচা
সঠিকভাবে লিখতে পারলে পাবেন ১-৩ ডলার। তবে এতে সময় লাগলেও কাজটি খুব সহজ।

৪. ওয়াইসেন্স (ysense) থেকে আয়

নাম শুনে ধারনা করতে না পারলেও এই ওয়াইসেন্স থেকে আয়ের মাধ্যম জানলে যেকেউ উৎসাহিত হবে। এটিও ওয়েবসাইট ভিত্তিক
কাজ। যেখানে পেইড সার্ভেতে অংশ নিয়ে আপনি টাকা পাবেন। সাধারণত ২-৩ ঘন্টা কাজ করে আপনি ০.০৫-৫ ডলায় আয় করতে
পারেন। এছাড়া রেফার করে বা ইনভাইট করেও এখানে টাকা পাওয়া যায়।

৫. ফাইভারের আয়

জনপ্রিয় ও বিশ্বস্ত মাধ্যম হল ফাইভার। যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে আপনি একাউন্ট খুলে নিজের পছন্দ অন্যযায়ী কাজ
খুঁজুন। বায়ার আর আপনার মধ্যে স্বচ্ছতা থাকে এখানে। আর কাজের সাথে সাথেই পেমেন্ট এর ব্যবস্থা একে আরও প্রসারিত করছে
দিন দিন।

৬. কন্টেন্ট ও সোশ্যাল মিডিয়া থেকে আয়

কন্টেন্ট রাইটিং বর্তমান যুগের সবচেয়ে যুগ উপযোগী বিষইয়। কারন এটি ছাড়া পণ্যের বা সেবার প্রচারণা অসম্ভব। আর তাই এর
সম্পর্কে শিক্ষা নিয়ে ঘরে বসে মোবাইল দিয়ে আজই শুরু করতে পারেন ইনকাম। আর সোশ্যাল মিডিয়ার প্রচারনা বা কাজগুলোও
মোবাইল দিয়ে করা যায়। আর মানুষ এতে ব্যাপক আগ্রহও প্রকাশ করছে প্রতিনিয়ত।

৭. ঘরে বসে মোবাইলে আয় এপ্স থেকে আয়

বিভিন্ন এস্প আজকাল প্রোমোশনাল বা টেস্টিং এর জন্য এড দেয়। অথবা তারা এমনও অফার দেয় যদি আপনি তা ডাউনলোড করেন
তবে তার থেকেও টাকা পাবেন। এছাড়া রেফার করে বা ইনভাইট করেও আয় আসে। যদি ভালো খেলতে পারেন তবে তো আপনার
ভাগ্য খুলে যাবে। কারন তাতে আপনার আয়ের পরিমাণ দ্বিগুণ হবে। তেমনই কিছু এপ্স হলঃ Dream11, Pocket Money, Zagl প্রভৃতি।

উপোরক্ত উপায় ছাড়া আরো অনেকভাবে ঘরে বসে মোবাইলে আয় সম্ভব। তাই এই আর্টিকেল পড়ে আজই নেমে পড়ুন আপনার
পছন্দের কাজে। আর হয়ে উঠুন আত্মনির্ভরশীল। আর অবসর সময়কে আয়ের পথ রুপে গড়ে তুলুন, যাতে জীবন সুন্দর হয়।

ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স !

২০২৩ সালের নতুন বছর উপলক্ষ্যে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স করে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সযোগ দিচ্ছে সেবারু ডট কম।
নিচের লিংক এ দেওয়া গুগল ফরমটি ক্লিক করুন এবং পুরণ করুন। আমাদের টিমমেম্বাররা আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাশের লিংক দিয়ে দেবে ইনশাআল্লাহ।

তাছাড়া ঘরে বসে ইনকামের আরও কিছু উপায় আছে তা জানতে পড়ুনঃ
১।প্রতিদিন ৫০০ টাকা অনলাইনে ইনকাম করুন!
২।আউটসোর্সিং কিভাবে শিখব ও তার উপায়সমূহ

আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি আপনার মূল্যবান মতামতঁ জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া সব বিষয়ে সবার আগে জানতে সাথে থাকুন আমাদের।

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top